মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘জন্ম-মৃত্যু’

জন্ম-মৃত্যু

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

তুমি সৃষ্টির স্রষ্টা
তুমি শাশ্বত
আমি তোমার সৃষ্টি
তোমার ইচ্ছায় আমার প্রাণ।
তুমি এক
আমি ইনসান
তুমি অদ্বিতীয়
আমি বলি তোমার নাম।
তুমি আল্লাহ সর্বমহান
আমি অধম তোমার গোলাম।
সৃষ্টি যত ধরার বুকে
সব তৈরি আমার সুখে
আমার জন্য করলে সৃষ্টি
মহাবিশ্বের রহস্য দিয়ে।
আমি সৃষ্টি প্রেমের মাঝে
মায়ের গর্ভে এক বিন্দু জল হতে।
কেঁদেছিলাম জন্ম নিয়ে
এসে প্রথম ধরার বুকে
আমার মৃত্যু সেদিন হতে
সব সময় থাকে পাশে।
আমার মৃত্যু হবে যেদিন
নিথর হয়ে থাকবে দেহ
কাঁদবে সবাই চারপাশে
দেখবে আমায় দলে দলে।
প্রথম যেদিন জন্মেছিলাম
সবাই সেদিন এসেছিল
দেখতে আমায় মায়ের কোলে।
তোমার দেওয়া জন্ম-মৃত্যু
পাপ-পুণ্যের বিচার হবে।

আরও খবর