হলফনামা : জাহাঙ্গীরের বার্ষিক আয়ে বড় ধস, টাকা বেশি আজমত উল্লার

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র হয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এবার দলীয় টিকেট না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। মেয়র পদে তিন বছর দায়িত্ব পালন করার পরও তার আয় কমেছে।

জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন নয় লাখ টাকা। ২০১৮ সালের হলফনামায় যার পরিমাণ ছিল দুই কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা।

আগে তার স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি ছিল ১৪ একর ১৫ শতাংশ। এবার কোন কৃষি জমি নেই। তবে আবাসিক সম্পদ প্রায় ছয় গুন বেড়েছে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে কোন মামলা ছিল না। এবার বিভিন্ন আদালতে ফৌজদারি মামলার সংখ্যা আটটি।

অপরদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৩১ লাখ ৬৫ হাজার ৫০৫ টাকা।

তিনি লেখক হিসেবে বই বিক্রি করেও বছরে এক লাখ টাকা আয় করেন। তার নিজের নামে কোন গাড়ি নেই। স্ত্রীর নামে একটি প্রাডো গাড়ি রয়েছে।

আজমত উল্লা খানের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা ছিল। টঙ্গী থানার হত্যা মামলার চার্জশিট থেকে তাকে অব্যাহতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

আরও খবর