গাজীপুরের ন্যাশনাল পার্কে ‘বন্যপ্রাণী শিকারি’ ধরে ছেড়ে দিল বিট অফিস!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণী শিকারিদের ধরে ছেড়ে দিয়েছে বিট অফিস।
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় উদ্যানের পূর্ব পাশে উপজাতি অধ্যুষিত বনগ্রাম এলাকা। সেখানকার কিছু লোক বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত।
শনিবার বিকেলে বন্যপ্রাণী শিকারের জন্য তিনজন উদ্যানের ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে পার্ক বিট কর্মকর্তা হাবিবুর রহমান স্টাফদের নিয়ে অভিযানে যান।
এ সময় শিকারিদের কাছ থেকে দুটি বল্লম ও দুটি জাল জব্দ করা হয়। পরে আনন্দ বর্মনকে আটক করে বিট অফিসে নেওয়া হয়।
ওয়াকিবহাল সূত্র জানায়, আনন্দ বর্মনকে আটকের পর অপর দুজন টাকা নিয়ে বিট অফিসে যোগাযোগ করেন। পরে মামলা না দিয়ে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বিট কর্মকর্তা হাবিবুর রহমান আলোকিত নিউজকে বলেন, শিকারিদের হাতেনাতে ধরা যায়নি। একজনকে সন্দেহজনক ধরা হয়েছিল। বল্লম ও জাল জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।
একজন বন কর্মকর্তা বলেন, জাতীয় উদ্যান বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকা। অবৈধ সরঞ্জাম নিয়ে যেখানে প্রবেশ করা নিষেধ, সেখানে শিকারি ধরে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই। উদ্যানের নিরাপত্তায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।