দরিদ্র শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন ওবায়দুল কাদের

আলোকিত প্রতিবেদক : শিশুটির নাম চিংরু ম্রো। বয়স মাত্র ১১ মাস। পুরো মুখজুড়ে বড় একটি মাংসপিন্ড।

এতে শিশুটির নাক-মুখের কোন অস্তিত্ব বোঝা যাচ্ছে না। দুটি চোখের একটি কিছুটা স্বাভাবিক।

বান্দরবানের দরিদ্র সিংরাও-পাইংপাও দম্পতির এই কন্যা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে শিশুটিকে দেখতে এসে তিনি এ ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবানের থানচি উপজেলার ফান্সি ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো তার ফেসবুকে শিশুটির একটি ছবি পোস্ট করেন। সেখান থেকে মন্ত্রীর এক বন্ধু ছবিটি শেয়ার করলে তা মন্ত্রীর নজরে পড়ে।

পরে মন্ত্রী তার বন্ধুর সাথে যোগাযোগ করে শিশুটির ব্যাপারে খোঁজ নেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

ফান্সি ইউপি চেয়ারম্যানের সহায়তায় শিশুটি ও তার বাবা-মা শুক্রবার বান্দরবান থেকে ঢাকায় আসেন।

চিকিৎসকরা বলছেন, এটি এক ধরনের টিউমার। চিকিৎসার মাধ্যমে সরানো সম্ভব।

আরও খবর