কাপাসিয়ায় বিদ্যু সংযোগে চাঁদাবাজি, আ.লীগ নেতা বললেন ‘ষড়যন্ত্র’
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে একটি চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে।
এতে বলা হয়, উপজেলায় বিদ্যুতের ১৯ হাজার ৫০০ সংযোগে বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নাম ভাঙিয়ে খুঁটিপ্রতি চার হাজার টাকা করে সাত কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
সদ্য অবসরে যাওয়া গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার হাসান শাহ নেওয়াজের নামে সংসদ সদস্য বরাবর চিঠিটি লেখা।
বিষয়টি গত কয়েক দিন ধরে ‘টক অব দ্য কাপাসিয়ায়’ পরিণত হয়েছে।
এ অবস্থায় শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে আত্মপক্ষ সমর্থন করেছেন মুহাম্মদ শহীদুল্লাহ।
তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই একটি মহল ষড়যন্ত্র করে জিএমর নকল সই সংবলিত চিঠিটি প্রচার করেছে। চিঠির বক্তব্য মিথ্যা ও বানোয়াট। যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাংসদ রিমি বলেছেন, ভাইরাল হওয়া চিঠিটি তিনি সরাসরি পাননি। অন্যদের ফেসবুকে পেয়ে জিএমকে ফোন করেছেন।
জিএম তাকে জানিয়েছেন, তিনি সাংসদকে উদ্দেশ্য করে কোন চিঠি লেখেননি। হয়তো কেউ তার সই নকল করে এমনটি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ দর্জি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু প্রমুখ।