গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী ৫ গুন বেশি : স্বাস্থ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত এক হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আমরা যদি গত বছরের তুলনা করি, এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচ গুন বেশি। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফাইজার-ভিসিভি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে আপনারা ডেঙ্গু প্রতিরোধ করার ব্যবস্থা নিন। আঙিনা পরিষ্কার রাখুন, ঘরে স্প্রে করুন, পানি বা যদি অন্য কিছু জমে থাকে, সেগুলো সরিয়ে ফেলুন।