কাপাসিয়ার বঙ্গতাজ কলেজে আইসিটি ভবন উদ্বোধন

কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়ার বঙ্গতাজ ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ভবনটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ শিক্ষিত ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মত আদর্শ মানুষ হতে হলে শিক্ষা গ্রহণ করে মানব কল্যাণে কাজ করতে হবে।

আইসিটিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে চার তলা এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা।

কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম, সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও খবর