বাংলাদেশেও ‘রেনিটিডিন’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ
আলোকিত প্রতিবেদক : গ্যাসের ওষুধ রেনিটিডিনের উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
রবিবার ওষুধ শিল্প সমিতির সাথে সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
রেনিটিডিনের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বিদেশে একাধিক গবেষণায় এর প্রমাণ মিলেছে।
বাংলাদেশের প্রায় কোম্পানি এই ওষুধ বাজারজাত করে। এর রাসায়নিক উপাদান এনডিএমএ ক্যানসারের কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন গত ১৩ সেপ্টেম্বর গবেষণাপত্র প্রকাশের পর কানাডা এবং ফ্রান্স বাজার থেকে রেনিটিডিন উঠিয়ে নেয়।
তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, রেনিটিডিনের তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া নেই। যারা ওষুধটি সেবন করছেন, তারা চিকিৎসকের সাথে আলোচনা করে পরিবর্তন করতে পারেন।