হাইকোর্টে আগাম জামিন পাননি বসুন্ধরার এমডি আনভীর

আলোকিত প্রতিবেদক : কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর আগাম জামিন পাননি।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে আনভীরের স্ত্রী ও বাবা-মাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান জানান, হাইকোর্ট শুনানি নিয়ে আনভীরকে জামিন দেননি। তবে তার স্ত্রী সাবরিনা ছয় সপ্তাহের জামিন পেয়েছেন।

আরও খবর