গোপালগঞ্জে উৎপাদন হবে করোনার টিকাসহ ১২ ধরনের ভ্যাকসিন

আলোকিত প্রতিবেদক : গোপালগঞ্জে নির্মাণাধীন ভ্যাকসিন ও গবেষণা প্লান্টে করোনা ভাইরাসের টিকাসহ ১২ ধরনের ভ্যাকসিন উৎপাদন করা হবে।

বৃহস্পতিবার সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠক সূত্র জানায়, কমিটির গত বৈঠকে চলতি ২০২২-২৩ অর্থবছরে ভ্যাকসিন উৎপাদন শুরুর সুপারিশ করা হয়েছিল। আজকের বৈঠকে অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে।

ভ্যাকসিন প্লান্ট স্থাপনে জমি অধিগ্রহণে ২৮ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা প্রাক্কলন করা হয়েছে। এই টাকা এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে।

১২ ধরনের ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে কাঁচামাল, টেকনোলজি ট্রান্সফার ও বৈজ্ঞানিক কাজ সম্পাদনের জন্য একজন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত ভ্যাকসিন বিদেশেও রপ্তানি করা হবে।

আরও খবর