জানুয়ারিতে এবারও দুই পক্ষে আলাদা বিশ্ব ইজতেমা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমা এবারও দুই পক্ষ আলাদাভাবে আয়োজন করবে।

সোমবার সচিবালয়ে উভয় পক্ষের সাথে অনুষ্ঠিত সভায় আগামী জানুয়ারিতে তিন দিন করে পৃথক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ১০ থেকে ১২ জানুয়ারি এবং মাওলানা সাদের অনুসারীরা ১৭ থেকে ১৯ জানুয়ারি ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবেন।

তবে কোন পক্ষই ইজতেমার আগে পাঁচ দিনের জোড় ইজতেমা ময়দানে করতে পারবে না। নিজেদের ব্যবস্থাপনায় বাইরে করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই পক্ষের নেতারা সিদ্ধান্ত মেনেই ইজতেমার আয়োজন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

দিল্লি ও লাহোরের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে তাবলিগ জামাতে ফাটল দেখা দেয়। বর্তমান আমির সাদ কান্ধলভী দায়িত্ব গ্রহণের পর তা প্রকাশ্যে আসে।

গত বছরের ১ ডিসেম্বর ইজতেমায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক মুসল্লি নিহত হন।

আরও খবর