গাজীপুরে রিকশাচালক থেকে ২০০ চুরি-ডাকাতির হোতা শহীদ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা শহীদ আকন্দসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলেন জাকির হোসেন কামাল (৩৫), শাহজাহান (৩৫), মাহবুব হোসেন মানিক (৩১), পিচ্চি বাবু (২৮), আল আমিন (৩৬), নূর ইসলাম (২৯) আর্জিনা বেগম (২৩)।

এ সময় একটি শটগান, চার রাউন্ড কার্তুজ, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ডিবি লেখা তিনটি জ্যাকেট, চারটি ছুরি, একটি চাপাতি, ২০টি মোবাইল, একটি কাটার, গাড়ির আটটি নম্বর প্লেট, তিনটি তালা খোলার রড ও হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।

র‌্যাব-১-এর অধিনায়ক কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, শহীদ ও কামাল দলটি নিয়ন্ত্রণ করতেন। তারা ছয়-সাত বছর ধরে ডিবি পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

শহীদ (৪২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি আট-নয় বছর আগে গাজীপুর নগরীতে রিকশা চালাতেন। পরে বিভিন্ন দোকানে চুরি করতে করতে অপরাধে জড়িয়ে পড়েন।

শহীদ ২০১৭ সালে চুরির মামলায় দুই মাস এবং চলতি বছর ডাকাতি মামলায় চার মাস জেল খাটেন। তিনি এ পর্যন্ত ২০০টিরও বেশি চুরি ও ডাকাতি করার কথা স্বীকার করেছেন।

কামাল জিজ্ঞাসাবাদে জানান, তিনি ডাকাতির সময় ডিবি অফিসারের মত বেশভূষা ধারণ করতেন। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় দুটিসহ বিভিন্ন থানায় চার-পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

আরও খবর