কাপাসিয়ায় আ.লীগ নেতার দখল থেকে সরকারি জমি উদ্ধার
মাহাবুর রহমান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ নেতার দখল থেকে আট শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার টোক নয়ন বাজারে সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
দখলদার হিসেবে অভিযুক্ত এম এ জলিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
এসিল্যান্ড আলোকিত নিউজকে জানান, আরএস ৮০, ৮১, ৯০ ও ৯১ নং দাগে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ করা হয়েছে।
নোটিশ দিয়েছিলেন কি না, জানতে চাইতে বলেন, এসবে কোন নোটিশ লাগে না। তবে আমি এক সপ্তাহ আগে এসে স্থাপনা নির্মাণে নিষেধ দিয়ে যাই।
এ ছাড়া রাস্তার ফুটপাতের দোকানগুলো সরিয়ে নিতে ১৫ মিনিট দেন সহকারী কমিশনার। পরে তা খুলে নেওয়া শুরু হয়।
এ ব্যাপারে এম এ জলিল আলোকিত নিউজকে বলেন, আমি ইউএনওকে রাস্তার গাছ কাটতে বাধা দিছিলাম। এইডার লাগি এইহানে মুরি লাগছে।
তিনি আরও বলেন, বারিনদের কাছ থেকে কেনা ওই সম্পত্তির এসএ রেকর্ড তাদের নামে। আরএস রেকর্ডে পেরিফেরি খাস হয়ে গেছে।