দেশে বুক না কেটে দ্বিতীয়বারের মত দুই রোগীর ভালভ প্রতিস্থাপন
আলোকিত প্রতিবেদক : দেশে বুক না কেটে ও অজ্ঞান না করে দ্বিতীয়বারের মত দুই রোগীর অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করা হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গত সোমবার এবং মঙ্গলবার তাদের দেহে ভালভ প্রতিস্থাপন করা হয়।
এতে নেতৃত্ব দেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার। পুরুষ রোগীর বয়স ৬৫ বছর ও নারী রোগীর বয়স ৮০ বছর।
মানবদেহে রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড। এই প্রক্রিয়ার জন্য হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের ভালভ থাকে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বর্পূণ ভালভ হল অ্যাওরটিক ভালভ। এটি সরু হয়ে গেলে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে এবং রোগীর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হয়।
এসব উপসর্গ দেখা দিলে বেশির ভাগ রোগী দুই বছরের মধ্যে মারা যায়। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চেয়েও তাদের ঝুঁকি বেশি।
ডা. প্রদীপ কুমার জানান, রোগীর বুকের হাড় কেটে ও সম্পূর্ণ অজ্ঞান করে ভালভ প্রতিস্থাপনের প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ। তাই ট্রান্স ক্যাথেটার রিপ্লেসমেন্ট পদ্ধতি বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে।
এর আগে হাসপাতালটিতে গত ২৫ মে প্রথমবারের মত তুলনামূলক কম খরচে ৩০ বছর বয়সী এক নারীর অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করা হয়।