খালেদার শাস্তি দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
মঙ্গলবার সকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
পরে গোলচত্বরে সংগঠনের নেতা-কর্মীরা দুপুর পর্যন্ত অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
গত ২১ ডিসেম্বর খালেদা জিয়া রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।
খালেদা জিয়ার ওই মন্তব্যের পর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের’ মত মারা গেছেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।