গাজীপুরে দুই জঙ্গি নিহতের ঘটনায় দুটি মামলা করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহতের ঘটনায় দুটি মামলা করেছে র্যাব।
জয়দেবপুর থানা পুলিশ জানায়, র্যাব-১-এর ইন্সপেক্টর সেলিম খান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছেন।
নিহত দুই জঙ্গির লাশ মঙ্গলবার দুপুর পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকলেও তাদের পরিচয় মেলেনি।
মহানগরীর দক্ষিণ যুগীতলার একটি পরিত্যক্ত বাড়িতে রবিবার দিবাগত রাতে র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়।
মামলার বিবরণে বলা হয়, জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে র্যাবও পাল্টা গুলি চালায়। ঘরের ভেতরেও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে র্যাব ঘরে ঢুকে দুটি লাশ পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে হাতে তৈরি চারটি গ্রেনেড, পাঁচটি বিদেশি পিস্তল, ২৯টি ডেটোনেটর, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এদিকে থানা পুলিশের প্রথমে ধারণা ছিল, নিহত দুই জঙ্গি বগুড়ার মিনহাজুল ও গাজীপুরের মাহবুব।
পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, মিনহাজুল ও মাহবুব জামিনে মুক্তি পেলে র্যাব তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।