‘রোগী হত্যাকারী নাকি রক্ষাকারী ডাক্তার তৈরি হচ্ছে’

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্পন্ন চিকিৎসক তৈরিতে শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মেডিকেল কলেজগুলোতে রোগী হত্যাকারী ডাক্তার নাকি রোগী রক্ষাকারী ডাক্তার তৈরি হচ্ছে, তা তাদের দেখতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাতটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি আরও বলেন, যদি চিকিৎসকদের ঢাকাতেই থাকার ইচ্ছা হয়, তাহলে সরকারি চাকরি করার প্রয়োজন নেই। রাজধানীতে বসে প্রাইভেট রোগী দেখে অনেক টাকা উপার্জন করতে পারেন। আমরা তাদের স্থানে নতুন নিয়োগ দেব।

আরও খবর