এগিয়ে চলছে ইজতেমার বিশাল প্রস্তুতিযজ্ঞ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি।

ইজতেমা ময়দানে স্থায়ীভাবে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, বাড়ানো হচ্ছে ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা ব্যবস্থা।

প্রতি বছরের মত এবারও ছাত্রসহ বিভিন্ন বয়সীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশাল আয়োজনের প্রস্তুতিযজ্ঞ এগিয়ে চলছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের তিন দিন করে অবস্থানের জন্য তৈরি করা হচ্ছে চটের শামিয়ানা, বয়ানমঞ্চ, দোয়া মঞ্চ, বিদেশি মুসল্লিদের জন্য নিবাস, নদীতে ভাসমান সেতু ইত্যাদি।

শুক্রবার পুলিশ সুপার হারুন-অর রশীদ ময়দান পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ইজতেমায় লাখ লাখ মুসল্লির সমাগম হয়। ট্রাফিক জ্যাম থেকে শুরু করে কোথাও যেন সমস্যা না হয়, মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, স্থায়ী সিসিটিভি নাগানো হবে। ওয়াচ টাওয়ার গত বছর ছিল ১০টি। এবার ১৫টির কাজ শেষের দিকে। মাঠের চারপাশে সাদা পোশাকে পুলিশ কাজ করছে।

আরও খবর