মুক্তিযুদ্ধমন্ত্রীর নকল সিল বানাতে গিয়ে পীর গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছেন এক কথিত পীর।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট রোড এলাকার শুভেচ্ছা কম্পিউটার এন্ড রাবার স্ট্যাম্প থেকে রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ জানান, সদর উপজেলার চাপুর দরবার শরিফের কথিত পীর আবদুল মবিন ওই দোকানে মন্ত্রীর সিল বানানোর অর্ডার দেন। বিষয়টি সন্দেহ হলে দোকান মালিক তাকে জানান।

পরে তিনি অন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে দোকানে গিয়ে ওই পীরের কাছে কারণ জানতে চান। সঠিক কারণ বলতে না পারায় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

কমান্ডার আরও জানান, বর্তমানে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে। ওই পীর হয়তো মন্ত্রীর সিল নকল করে কাউকে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করছিলেন।