খুলনা বিভাগের উন্নয়নে দুই হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প

আসলাম মল্লিক, দৌলতপুর (খুলনা) : খুলনা বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

এর ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৩৫ কোটি ৭০ লাখ টাকা।

জেলাগুলো হল : খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা।

প্রকল্পের প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

অনুমোদন পেলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এলজিআরডি সূত্র জানায়, গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন জরুরি। দেশের গুরুত্বপূর্ণ জনপদ খুলনা বিভাগ অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে।

এখানে কৃষি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চার করতে গ্রামীণ যোগাযোগের নেটওয়ার্ক স্থাপন করতে হবে। এতে জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দারিদ্রতা কমাতে ভূমিকা পালন করবে।

আরও খবর