যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচনা করলে ১৪ বছর কারাদন্ড

আলোকিত প্রতিবেদক : কোন নারীকে যৌতুকের জন্য মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা অন্যূন ১২ বছর সশ্রম কারাদন্ড দেওয়া যাবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, যৌতুক নিরোধ আইনে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনে যৌতুকের জন্য কোন নারীকে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা যাবে।

আরও খবর