গাজীপুরের সিংড়াতলী বিট কর্মকর্তা হাসেম চৌধুরীকে বদলি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের সিংড়াতলী বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরীকে বদলি করা হয়েছে।
ইতিপূর্বে তার অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোকিত নিউজ ডটকম ও দৈনিক অন্যদিগন্তে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে তা বন বিভাগের নজরে আসলে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দ তাকে বনখড়িয়া বিটে বদলির নির্দেশ দেন।
অভিযোগ যা :
জেলা সদরের ভবানীপুর বাজারে মহাসড়কের দুই পাশে টাকার বিনিময়ে সংরক্ষিত বনের জমি দখল করে অনেক দোকান নির্মাণ করা হয়েছে।
এর মধ্যে ১৪২২ নং দাগে ২৮ ফুট দৈর্ঘ্যের একটি পাকা স্থাপনা করেছেন এলাকার হালিম উদ্দিন। পাশে রড-সিমেন্ট ব্যবসার দোকান করেছেন মোক্তার হোসেন।
মহাসড়কের পশ্চিম পাশে বেশ কয়েকটি দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় বাবুল মেম্বারের নেতৃত্বে এসব হয়েছে বলে অভিযোগ।
এ ছাড়া ভবানীপুর বাজারের উত্তরে হামজা কেমিক্যাল কারখানার চুল্লির উচ্চতাপ ও ক্ষতিকর কণার প্রভাবে পাশের সরকারি আকাশমনি বাগানের গাছ মরে যাচ্ছে। এ ঘটনায়ও বিট কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেন।