জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার ৭ বছরের কারাদণ্ড দাবি
আলোকিত প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির সাত বছর করে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এ মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়।
এ সময় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল প্রায় দুই ঘণ্টা যুক্তি-তর্ক উপস্থাপন শেষে এই শাস্তির দাবি জানান।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।