ইউক্রেনে সামরিক অভিযান কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার

ডেস্ক নিউজ : ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে সমঝোতা বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ শহরে সামরিক অভিযান কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রতিনিধি দল জানিয়েছে, তারা সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না এবং বিদেশি সেনাদের ঘাঁটিও করতে দেবে না।

রাশিয়ার ভ্লাদিমির মেডিনস্কি জানান, ইউক্রেনের প্রস্তাব তিনি পর্যালোচনা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানাবেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালালেও এ পর্যন্ত বড় কোন শহর দখল করতে পারেনি রুশ বাহিনী।

আরও খবর