সিম নিবন্ধনের সময় বাড়ল এক মাস
আলোকিত প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময় এক মাস বাড়ানো হয়েছে।
৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে।
শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দেন।
৩০ এপ্রিলের মধ্যে যারা সিম নিবন্ধন করেননি, ১ মে থেকে সেসব সিম পর্যায়ক্রমে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে বলেও তিনি জানান।
এ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দেশে প্রায় ১৩ কোটি সিম ব্যবহার করা হয়। এর মধ্যে প্রায় সাড়ে আট কোটি সিমের নিবন্ধন করা হয়েছে। বাকি রয়েছে প্রায় সাড়ে চার কোটি সিম।