গাজীপুরে এক মঞ্চে ৭ মেয়র প্রার্থীর উন্নয়নের অঙ্গীকার

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থী এক মঞ্চে উন্নয়নের অঙ্গীকার করেছেন।

নির্বাচিত হলে তারা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে নগরবাসীকে সেবা দেবেন বলেও শপথনামায় স্বাক্ষর করেন।

সোমবার নগরীর বিআইডিসি রোডের জয়দেবপুর কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।

প্রার্থীরা হলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, বিএনপির হাসান উদ্দিন সরকার, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন, সিপিবির কাজী রুহুল আমিন, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ।

এতে ভোটারদের আকাঙ্খা অনুযায়ী প্রার্থীরা তাদের আধুনিক নগরী গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সকাল ১০টা ৩৯ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব।

পরে সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অলিউল্লাহ হাওলাদার, কাউন্সিলর প্রার্থী সাবিহা বেগম, কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, শ্রমিক লীগ নেতা মতিউর রহমান মোল্লা, সালমা জাহান ও হেলাল উদ্দিনসহ ভোটাররা তাদের আকাঙ্খা ব্যক্ত করেন।

এতে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থাপনা, মাদক, ছিনতাই, রাস্তাঘাটের উন্নয়ন, জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, শিক্ষার হার বাড়ানো ও নারী কাউন্সিলরদের সাথে সমন্বয়ের দাবি ওঠে আসে।

এরপর প্রার্থীরাও দাবিগুলোর সাথে একমত পোষণ করে নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সুজনের কো-অর্ডিনেটর দিলীপ কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রার্থীদের শপথনামা পড়ে শোনান আঞ্চলিক সমন্বয়ক মুর্শিকুল ইসলাম শিমুল।

আরও খবর