গাজীপুরে নমুনা সংগ্রহে ৫ উপজেলায় ‘করোনা বুথ’
আলোকিত প্রতিবেদক : করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য গাজীপুরের পাঁচ উপজেলায় পাঁচটি বুথ স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে নিরাপদ বুথগুলো বুধবার হস্তান্তর করা হয়েছে।
এর ফলে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য সহজে নমুনা দেওয়া যাবে।
নগরীর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে বুথ রয়েছে।
জেলা প্রশাসন জানায়, নমুনা সংগ্রহকারী বুথের ভেতরে গিয়ে দরজা আটকে দেবেন। সন্দেহভাজন ব্যক্তি বাইরে থাকবেন।
এতে করে নমুনা সংগ্রহকারীকে অন্যের সংস্পর্শে যেতে হবে না। বারবার পিপিইও পরতে হবে না।