গাজীপুরে ‘আ.লীগের বিদ্রোহী প্রার্থী’ জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই শেষে ঋণখেলাপির কারণে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, ৩০০ জন সমর্থনকারীর স্বাক্ষর যুক্ত না করায় অলিউর রহমান ও যথাযথ কাগজপত্র না থাকায় আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়।

একই সঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনসহ নয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা ছিল, সেই নিরপেক্ষতা থেকে সরে গেছে। আমি ন্যায় বিচার চাই। আমি আপিল করব।

তিনি বলেন, কোরিয়ান কোম্পানি ১৭ এপ্রিল অগ্রণী ব্যাংকের টাকা পরিশোধ করেছে। সেসব কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। তারপরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জাহাঙ্গীর আলমের একজন আইনজীবী রিটার্নিং অফিসারকে বলেন, আইন অনুযায়ী জামিনদার কখনো ঋণখেলাপি হয় না। ইতিমধ্যে যেহেতু ব্যাংক টাকা পেয়ে গেছে, সেহেতু তিনি ঋণখেলাপি নন।

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী জাহাঙ্গীর আলম ঋণখেলাপি। ব্যাংক যে টাকা পরিশোধের কাগজপত্র গ্রহণ করেছে, তা যথাযথ মনে হয়নি। তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈধ অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বিএনপি নেতার ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, জাকের পার্টির রাজু আহমেদ, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র আবদুল্লাহ আল মামুন মন্ডল ও হারুন অর রশিদ।

আরও খবর