মর্যাদা রক্ষায় হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন : শাহ আলমগীর
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, আমরা দেখেছি বেতন-ভাতা পায় না অথচ গাড়ি নিয়ে চলছে। আপনি জেলায় গিয়ে দেখবেন ওই সাংবাদিকদের প্রভাব বেশি। উনারা ডিসি, এসপি, ওসির গাড়িতে করে ঘুরে। নিজেদের পেশার মর্যাদা রক্ষার জন্য, সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা বাড়াতে সাংবাদিক নামধারী হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
শাহ আলমগীর বলেন, আমাদের দেশে টেলিভিশন ও পত্রিকার বেশির ভাগ সাংবাদিকের দক্ষতা খুবই কম। অনেক টেলিভিশন আছে, তারা যখন জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেন তখন জামানত বাবদ এক লাখ টাকা রেখে একটি কার্ড দেওয়া হয়। এর বাইরে বেতন-ভাতা বলতে আর কিছু দেওয়া হয় না। বলা হয় আপনি আয় করে নেন।
তিনি বলেন, নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণের কোন ব্যবস্থা করে না ওই প্রতিষ্ঠান। যার ফলে অপসাংবাদিকতা বাড়ছে। আর এই সুযোগে এক শ্রেণির লোক সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপসাংবাদিকতা করছে।