শ্রীপুরে উন্নত নাগরিক সেবার জন্য উদ্ভাবনী কর্মশালা

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে উন্নত নাগরিক সেবার জন্য কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে নাগরিক সেবায় উদ্ভাবন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ ও উদ্ভাবন চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারসহ নানা বিষয় নিয়ে অালোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন প্রমুখ।

ইউএনও বলেন, তৃণমূল জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্ভাবনী কর্মকান্ড ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর