ভিয়েতনামে করোনার ‘হাইব্রিড ধরন’ বেশি সংক্রামক

ডেস্ক নিউজ : ভিয়েতনামে করোনা ভাইরাসের একটি নতুন ধরন অর্থাৎ ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।

করোনার ভারত ও যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণের এই হাইব্রিড ধরনটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।

রবিবার বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য তুলে ধরা হয়।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং বলেছেন, আগে শনাক্ত হওয়া করোনাগুলোর চেয়ে নতুন ধরন বেশি সংক্রামক।

দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৭০০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৪৭ জন।

ভাইরাসটি পরিবর্তিত হয়ে নতুন নতুন ধরন তৈরি করছে। এ পর্যন্ত হাজারো মিউটেশন চিহ্নিত হয়েছে।

আরও খবর