গাজীপুরের কনসেপ্ট রেডিমিক্সে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বাঘের বাজার এলাকার কনসেপ্ট কংক্রিট লিমিটেডে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিবেশ দূষণের দায়ে ম্যানেজারের দায়িত্বে থাকা সবুজ হোসেনকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

পরে মালিক পক্ষ দুই লাখ টাকা পরিশোধ করায় ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের আগে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে আলোকিত নিউজকে জানানো হয়।

বনভূমি দখল করে গড়ে ওঠা রেডিমিক্স সরবরাহকারী এই কারখানাটির শব্দ ও বায়ু দূষণে ভোগান্তি পোহাচ্ছে দু্ই শতাধিক পরিবার।

বিষয়টির ওপর গত ২৪ মে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে তৎপর হয় প্রশাসন। অভিযানে আদালত যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধেরও নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জীত বিশ্বাস, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, ভবানীপুর বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন : গাজীপুরে কনসেপ্ট রেডিমিক্সের বনভূমি দখল : দূষণে জনজীবন অতিষ্ঠ

আরও খবর