ক্রসফায়ারে পুলিশ এগিয়ে : আসক

আলোকিত প্রতিবেদক : গত ছয় মাসে বিচারবহির্ভূত হত্যাকান্ডে অন্যান্য বাহিনীর চেয়ে পুলিশ এগিয়ে রয়েছে।

গত জানুয়ারি থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৯০ জন নিহত হয়েছেন।

এ ছাড়া রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ৩৭ জন। গণপিটুনিতে নিহত হয়েছেন ২২ জন।

শুক্রবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, র‌্যাবের সাথে ক্রসফায়ারে ১৩ জন, পুলিশের সাথে ক্রসফায়ারে ৪৬ জন ও ডিবি পুলিশের সাথে ক্রসফায়ারে আটজন নিহত হয়েছেন।

আরও খবর