করোনার ‘অতি উচ্চ ঝুঁকিতে’ গাজীপুরসহ ৫২ জেলা
আলোকিত প্রতিবেদক : সারা দেশে গত এক সপ্তাহের ব্যবধানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে প্রায় ৫০ ভাগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৫২ জেলা করোনার অতি উচ্চ ঝুঁকিতে আছে। এর মধ্যে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর বাদে সব জেলা। ময়মনসিংহ বিভাগের সব জেলা। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান। রাজশাহী বিভাগের সব জেলা। রংপুর বিভাগের নীলফামারী ও গাইবান্ধা বাদে সব জেলা। খুলনা বিভাগের সব জেলা। সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ এবং বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী বাদে সব জেলা। বাকি ১২ জেলা মধ্যম ঝুঁকিতে।
এক সপ্তাহের ব্যবধানে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বরিশাল বিভাগে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে রোগী বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে।