গাজীপুরসহ ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

আলোকিত প্রতিবেদক : রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের ৫০টি জেলায় ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে।

ঢাকার নিকটে গাজীপুরে এ পর্যন্ত দুই নারীসহ পৌনে ১০০ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রনয় ভূষণ দাস এ তথ্য জানান।

বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির ঈদে ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত অনেকে গ্রামের বাড়িতে যাবেন। তাদের মাধ্যমেও ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী আক্রান্ত জেলাগুলো হল ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ি, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও সিলেট।

চিকিৎসকরা বলছেন, গত কয়েক বছর ধরে এডিস মশাবাহিত এই রোগটি ঢাকাকেন্দ্রিক হলেও এবার বাইরের জেলাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, শহরের হাসপাতালগুলোতে যেভাবে প্রশিক্ষিত চিকিৎসক থাকেন, সেভাবে গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাওয়া যাবে না। তাই গ্রামের বাড়িতে না যাওয়ার অনুরোধ তার।

আরও খবর