কাবুলে মার্কিন ড্রোন হামলা, ৬ শিশুসহ নিহত ৯
ডেস্ক নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে ছয়জন শিশু। সবাই একই পরিবারের সদস্য।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রবিবার আত্মরক্ষায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একজন আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
নিহতরা সাধারণ পরিবারের সদস্য। তারা জঙ্গিগোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্ট নন বলে এক স্বজন জানান।
এদিকে রাতে নিজেদের ভুল স্বীকার করেছে মার্কিন বাহিনী। তারা নিরপরাধ মানুষের হতাহতের ঘটনায় গভীরভাবে ব্যথিত বলে বিবৃতিতে জানায়।