ভিয়েতনাম থেকে চাল ও রাশিয়া থেকে গম আসছে : কৃষিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। জিটুজি ভিত্তিতে এসব চাল আনা হবে।
তিনি বলেন, চাল আসতে ১৫-২০ দিন সময় লাগতে পারে। এ ছাড়া রাশিয়া থেকে তিন লাখ টন গম আনা হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েট চিয়েনের সাথে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে দেশে প্রায় ১৮ লাখ টন খাদ্য মজুত আছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া হবে।
তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজিতে চাল বিতরণ করা হবে। সব মিলিয়ে চালের দাম শিগগিরই কমবে।