গাজীপুরে বনভূমিতে সেই ৫ তলার কাজ বন্ধ : থানায় মামলা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বনভূমিতে কাউন্সিলর পরিবারের পাঁচ তলা বাড়ির কাজ অবশেষে বন্ধ করা হয়েছে।
জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের বাংলাবাজার এলাকায় ভবনটি নির্মাণ করা হচ্ছিল।
বিষয়টির ওপর আলোকিত নিউজ ডটকমে তিনটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হয়।
একই সাথে বিট কর্মকর্তা বাদী হয়ে কাউন্সিলরের ভাগিনা সহিদ হাজিসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।
মামলায় বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ, সরকারি কাজে বাধা প্রদান ও বনপ্রহরীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, ওই এলাকার সিএস ২৩০ নং দাগের গেজেটভুক্ত ছয় শতাংশ বনভূমিতে পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে গত জুলাইয়ের মাঝামাঝিতে কাজ শুরু হয়। ইতিমধ্যে নিচ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মোশারফ হোসেন কাজটি তত্ত্বাবধান করেন। আসামি সহিদ হাজি তার ভাগিনা।
কাউন্সিলর ও তার চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিজমার বণ্টনে বেশ কিছু বনভূমি অন্তর্ভুক্ত হয়। তাদের কারও যৌথ ডিমারকেশন নেই।
এর মধ্যে আরএস ৭৩৪ নং দাগ নিয়ে বন বিভাগের পক্ষে গাজীপুর দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনীর মামলা রয়েছে। ওই ছয় শতাংশের স্থানীয় বাজারমূল্য অন্তত ২১ লাখ টাকা।
বিট কর্মকর্তা আজাদুল কবির আলোকিত নিউজকে বলেন, থানায় মামলা করার আগে বন মামলা দিয়েছি। আদালতের নিষেধাজ্ঞা পাওয়ামাত্র বাকি ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, সহিদ হাজি ভূমি অফিস থেকে খাজনা-খারিজ করেছেন। তার চিঠির প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।