কাপাসিয়ায় ঝাড়ু হাতে ডায়মন্ডের দূষণের প্রতিবাদ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ডায়মন্ড এগ কোম্পানির দূষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার উপজেলার লোহাদী জলপাইতলা এলাকায় আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা যোগ দেয়।

নারীরা ঝাড়ু হাতে ওই পোলট্রি প্রতিষ্ঠানের দূষিত বর্জ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকায় অবস্থিত ডায়মন্ড এগ রাতের আঁধারে বিভিন্ন স্থানে মুরগির বিষ্ঠা ফেলছে। এতে মানুষ দীর্ঘদিন ধরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, ইউপি মেম্বার আশরাফুল আলম, মাসুদ রানা, রিপন মিয়া, ফজলুল হক, সিরাজ উদ্দিন প্রমুখ।

আরও খবর