বুয়েটে খাসির বদলে গরুর মাংস বিতর্কে তদন্ত কমিটি
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষার্থীদের খাসির মাংস বলে গরুর মাংস খাওয়ানোর অভিযোগে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সাথে ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর আনোয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘বুয়েট-আনোয়ার ইস্পাত প্রথম বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং সামিটের’ আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে খাবার পরিবেশনের সময় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বদরুজ্জামান ও সহযোগী অধ্যাপক তানভীর মঞ্জুরকে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
পরে ২৭ নভেম্বর রাতে রেজিস্ট্রার ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।