খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আগামী ১০ ডিসেম্বর সমাবেশের নামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে ভুল করবে। আর খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, বিএনপির সমাবেশে অনেক মানুষের সমাগম হবে। তাই তারা দুটি জায়গা চেয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানে সব ধরনের জনসমাগম হয় আর মানিক মিয়া অ্যাভিনিউ আগে থেকেই সবার জন্য বন্ধ। ডিএমপি কমিশনার বিএনপির দাবি বিবেচনা করেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছেন।
বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন’ শীর্ষক বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সব সময় বলে আসছি, আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। আপনারা কোনভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরাপত্তা বাহিনী মেনে নেবে না।