বরগুনায় আ.লীগের মেয়র প্রার্থী মহারাজের নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক : বরগুনা পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসান মহারাজ।
সকাল সাড়ে ১১টার দিকে তিনি বরগুনা প্রেসক্লাবে গিয়ে এ ঘোষণা দেন।
মহারাজ অভিযোগ করেন, নির্বাচনে জাল ভোটসহ নানাভাবে কারচুপি হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চুপ রয়েছেন। প্রকৃতপক্ষে তারা পক্ষপাতিত্ব করছেন।
পৌরসভার নয়টি ভোটকেন্দ্র থেকে তিনি এজেন্টদের বের করে নিয়ে এসেছেন বলেও জানান।