খারাপ হল জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

আলোকিত প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাসের হার ৮৩.৬৫ শতাংশ।

শনিবার প্রকাশিত দুই পরীক্ষার ফলাফল সব সূচকেই গতবারের চেয়ে খারাপ হয়েছে।

গত বছর গড় পাসের হার ছিল ৯৩.০৬ শতাংশ। অর্থাৎ কমেছে ৯.৪১ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন। গত বছর যা ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এ ছাড়া এবার শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। বেড়েছে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।

ফল খারাপের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমরা কোন কিছু গোপন করিনি। সার্বিক মূল্যায়নের জন্য সময় দরকার।

আরও খবর