দুর্নীতি নিয়ে আমরা খুবই চিন্তিত : অর্থমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্নীতি নিয়ে আমরা খুবই চিন্তিত। দুর্নীতি নিয়ে আলোচনা-সমালোচনা খুব জোরেশোরে চলে।
তিনি বলেন, দুর্নীতি বন্ধে দুদক ও আদালত বানানো হয়েছে। কিন্তু খুব একটা ফল পাওয়া যাচ্ছে, তা বলা যেতে পারে না।
মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধে তথ্যপ্রযুক্তির চেয়ে বড় হাতিয়ার আর নেই। সরকারের পেমেন্ট-রিসিভ সিস্টেমে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার হচ্ছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্কলার্স ফাউন্ডেশনের প্রবাসী বাংলাদেশি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।