এসএসসি ও সমমানে ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী পেল জিপিএ-৫

আলোকিত প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩.৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর তা ছিল ৮২.৮৭ শতাংশ।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯২ হাজার ৩১২ জন। তাদের মধ্যে পাশ করেছে ১৬ লাখ ৮৬ হাজার ২১১ জন।

জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন। পাসের হার ৯৪.০৮ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৯২ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই লাখ ৭২ হাজার ৭২২ জন। পাসের হার ৯৩.২২ শতাংশ।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৩৭ হাজার ৬১৩ জন। পাসের হার ৮৮.৪৯ শতাংশ।

আরও খবর