দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আলোকিত প্রতিবেদক : দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার পর আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ার পর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালের ২৮ মার্চ তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও খবর