শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

বিজ্ঞাপন

বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তেজগাঁও, ঢাকা।

বিষয় : শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, বাংলার জনগণের সুবিধার্থে নিন্মুক্ত দুটি বিষয়ে আমার দাবি হল-

১. ইংরেজি ও বাংলার মত সকল শ্রেণিতে আরবি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র শিক্ষা চালু এবং মাদ্রাসা বোর্ড বাতিল করে একই শিক্ষা বোর্ডের অধীনস্ত করা।

২. সকল প্রাইভেট হাসপাতাল ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাতিল করে শুধু সরকারি হাসপাতাল ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা।

উপরোক্ত বিষয় প্রতিষ্ঠিত হলে দেশ ও জাতির মঙ্গল হবে বলে আশা করছি এবং ইহকাল ও পরকালে কোন অসুবিধা হবে না মর্মে দলিল আছে বটে।

অতএব, বিষয়গুলো সুবিবেচনা করে বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

নিবেদক

মোঃ আলমগীর কবীর

পিতা-মৃত আবদুল হাই

মাতা-মৃত ফাতেমা বেগম

গ্রাম-কোচেরচর (প্রধানবাড়ি)

ডাকঘর-দৌলতপুর

উপজেলা-মনোহরদী, জেলা-নরসিংদী

মোবাইল : ০১৭১৫১২০৩৩৩, ০১৮১৫১২০৩৩৩

আরও খবর