গাজীপুরের সাফারি পার্কের বিতর্কিত এসিএফ তবিবুর অবশেষে ক্লোজড

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

দফায় দফায় ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে পদ থেকে প্রত্যাহার করা হয়।

সোমবার সন্ধ্যায় বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রশাসন) হোসাইন মুহম্মদ নিশাদ আলোকিত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এসিএফ তবিবুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নতুন দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন : গাজীপুরের সাফারি পার্কে এসিএফ তবিবুরের ‘দোকান ও প্যান্ডেল বাণিজ্য’

অবৈধ স্থাপনা অপসারণ : সাফারি পার্কের সিংহ পর্যবেক্ষণ রেস্টুরেন্টের সামনে গাছ কেটে দুটি বড় প্যান্ডেল স্থাপন করেন মেসার্স মাইছা এন্টারপ্রাইজের মালিক আকরাম হোসেন। তিনি উন্মুক্ত স্থানে রান্নাবান্নার মাধ্যমে বাঘ রেস্টুরেন্টের সামনে গাছপালারও ক্ষতিসাধন করে আসছিলেন।

এ ছাড়া শিশু পার্কের সামনের বাগানের ভেতরে ইজারা ছাড়াই দোকান গড়ে ওঠে। ফুড কোর্ট-১-এর সামনে ১৬টি টেবিল ঘিরে চেয়ার স্থাপন ও দুটি দোকান ভাড়া দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, পার্কে নিয়মের বাইরে একটি সাধারণ দোকান থেকে তবিবুর রহমান এক বছরের জন্য দুই-তিন লাখ টাকা নিতেন। বড় কাজে লেনদেন বেশি হত।

বিষয়টির ওপর গত ৮ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চলে তোলপাড়।

পরে স্থাপনাগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হয়েও থেমে যায়। এ নিয়ে ১৮ জানুয়ারি আরেকটি প্রতিবেদন প্রকাশের পর তা অপসারণ করা হয়।

আরও পড়ুন : গাজীপুরের সাফারি পার্কে প্রাণী মৃত্যু বাড়ছে, এসিএফকে সরানোর দাবি

আরও খবর