গাজীপুরে তনু হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আলোকিত প্রতিবেদক : সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচার দাবিতে গাজীপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, আইডিয়াল কলেজ ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পাঠান আজহার উদ্দিন ও রিফাত জোবায়েরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. সহিদউজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট ইস্তেকবাল হোসেন, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, সিপিবির জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, নারীনেত্রী রওশন আরা বেনজীর, মিস্টের শিক্ষিকা সিরাজুম মুনিরা কান্তা, ছাত্রনেতা মো. সজীব, নাজমুল হোসেন, মারজুক আহমেদ আলামিন প্রমুখ।

বক্তারা তনুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর