গাজীপুরে ব্যবসায়ী টুটুল হত্যাকাণ্ডে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ব্যবসায়ী টুটুলকে হত্যার দায়ে তিনজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে শাহ পরান (১৮), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার নূরুল আমিনের ছেলে সাজ্জাদ ওরফে বাঘা (১৮) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইমরান ও সাকিবকে খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আতাউর রহমান খান জানান, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেনের ছেলে টুটুল (২৭) কাপড় ব্যবসায়ী ছিলেন। ২০১৬ সালের ১ নভেম্বর সন্ধ্যায় তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়।